আজ ভোটের দামামা বাজাবে সি পি এম
ত্রিপুরা, ২১ অক্টোবর : ২১ শে মাঠ ভরাবো, ২৩ শে বি জেপি তাড়াবো এই জেদ নিয়ে বৃহস্পতিবার থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে সি পি আই এম এর কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন আগরতলায়। শুক্রবার সি পি আই এম এর সমাবেশে মানুষ আসা আটকাতে রাজ্যের নানা জায়গায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে শাসক দল।
কোথাও সম্মেলন, কোথাও অন্য অছিলায় গাড়ি চলাচল বন্ধ রাখার প্রচেষ্টা নিয়েছে বি এম এস।
রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দলের সমাবেশের আগের দিন এত মানুষ আগরতলা শহরে এসে রাত কাটাচ্ছেন। সি পি আই এম এর পশ্চিম জেলা অফিস ছাত্রযুব ভবন ও সিট্যুর অফিস সহ শহরের বহু বাড়িতে রাত কাটাবেন দুরদুরান্ত থেকে আসা দলীয় কর্মী সমর্থকরা। সারুন আগরতলা রেলের বগির সংখ্যা কমিয়ে আনায় সাক্রম থেকে আগরতলার দিকে ছাড়া শেষ রেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ পৌঁছেছেন আগরতলায়। মেলারমাঠ, প্যারাডাইস চৌমুহনী, আস্তাবল ময়দানের আশপাশে সন্ধ্যা থেকেই মানুষের ভিড়ে ছয়লাপ। ২১ শে যাব, ২৩ শে গড়বো” এই স্লোগান তোলে আগরতলা শহরের ব্যস্ততম জায়গাগুলিতে বুধবার থেকেই নাচে গানে, কবিতায়, নাটকে আস্তাবলের সমাবেশের প্রচার চালাচ্ছেন বাম ছাত্র যুবরা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সিটি সেন্টারের সামনে বাম যুবদের প্রচার কর্মসূচিতে এসে হাজির হন সি পি আই এম এর সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী সহ রাজ্য সি পি আই এমের প্রথম সারির নেতারা। যুব শিল্পীদের গানের সঙ্গে তালে তালে তাল ঠুকেছেন দলীয় নেতারাও। শিল্পীদের গান শুনে নিজেকে যুবক বলে মনে হচ্ছে বলেও মন্তব্য করেন..