আজ মনোনয়ন ৪১ জন বামফ্রন্ট প্রার্থীর
ত্রিপুরা, ২৭ জানুয়ারি : আজ ৪১ টি কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে। সি পি আই (এম) রাজ্য কমিটির সম্পাদক জীতেন্দ্র চৌধুরী সাব্রুম কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করবেন।
কংগ্রেসের সঙ্গে ১৩ টি আসনে সমঝোতা করে ৪৫ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট। একটি আসন সারা ভারত ফরোয়ার্ড ব্লকের জন্য রাখা হয়েছে। রামনগর বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণকে সমর্থন জানিয়েছে বামফ্রন্ট।
জানা গেছে, শুক্রবার ঘোষিত কেন্দ্রগুলির মধ্যে ৪১ টিতে মনোনয়ন পেশ করবেন বামফ্রন্ট প্রার্থীরা। এগুলি হল : কাঞ্চনপুর, পানিসাগর,যুবরাজনগর,
কূর্তি-কদমতলা, চণ্ডীপুর, ফটিকরায়, পাবিয়াছড়া, ছামনু, আমবাসা, সুরমা, রাইমাভ্যালি, কৃষ্ণপুর,
বাগবাসা, কল্যাণপুর-প্রমোদনগর, মান্দাইনগর, মজলিশপুর, খয়েরপুর, বড়জলা, প্রতাপগড়, বামুটিয়া, সিমনা, বিশালগড়, কমলাসাগর, গোলাঘাটি, টাকারজলা, সোনামুড়া, নলছড়, বক্সনগর, কাকড়াবন-শালগড়া, রাধাকিশোরপুর, বাগমা, করবুক, অমরপুর, অম্পিনগর, ঋষ্যমুখ, বিলোনীয়া, রাজনগর, জোলাইবাড়ি..