Feature Newsfleshত্রিপুরাভারত

আজ রাজ্যে ভারত গৌরব ট্রেন

ত্রিপুরা, ২৭ মার্চ : দেশের অভ্যন্তরীণ পর্যটন প্রসারের জন্য ভারত সরকারের “এক ভারত শ্রেষ্ঠ ভারত” এবং “দেখো আপনা দেশ” উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে ভারত গৌরব ট্রেন চালু করা হয়েছে। সোমবার রাজ্যে আসবে ট্রেনটি। উজ্জয়ন্ত প্যালেস সহ ঊনকোটি ও আগরতলার বিখ্যাত ঐতিহ্যবাহী স্থানগুলি ট্রেনে আসা ভ্রমণ পিপাসুরা ঘুরে দেখবেন। পরের দিন তারা যাবেন নীরমহল প্যালেস ও উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে। দেশের বিভিন্ন রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর প্রচার ও প্রসারের জন্যই এ উদ্যোগ। ত্রিপুরার পর ট্রেনটি নাগাল্যান্ডের ডিমাপুরের উদ্দেশ্য রওনা দিবে ২৯ মার্চ। স্থানীয় বিভিন্ন স্থান পরিদর্শন করানোর জন্য ডিমাপুর স্টেশন থেকে পর্যটকদের বাসে কোহিমা নিয়ে যাওয়া হবে। ১৪ রাত ও ১৫ দিনের এই ট্রেনটি ২৩ মার্চ গুয়াহাটিতে এসে পৌঁছায়। এখানে পর্যটকরা কামাখ্যা মন্দির, উমানন্দ মন্দির ও ব্রহ্মপুত্রে সানসেট ক্রুজ পরিদর্শন করেন। এরপর ট্রেনটি সারা রাত ভ্রমণকরে ২৫ মার্চ নাহরলাগুন রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ২৬ মার্চ, ট্রেনটি অসমের পূর্ব প্রান্তে আহোম রাজত্বের পুরোনো রাজধানী শিবসাগরে পৌঁছায়। এই ভ্রমণসূচিতে অন্যান্য ঐতিহ্যবাহী স্থানের পাশাপাশি রয়েছে শিবসাগরের বিখ্যাত শিবদৌল। এরপর রয়েছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *