Feature Newsত্রিপুরাবিশ্বভারত

আজ ১৩৮ তম মহান মে দিবস

ত্রিপুরা, ১ মে : আজ ১৩৮ তম মে দিবস। বিশ্বজুড়ে মেহনতি মানুষের শোষণমুক্তির সংগ্রামে এক চির উজ্জ্বল ধ্রুবতারা। এই দিনেই গোটা পৃথিবীর শোষিত, শ্রমজীবী মানুষ নতুন করে শপথ নেন অর্জিত অধিকার রক্ষা করে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে শোষণমূলক সমাজ- রাষ্ট্রব্যবস্থাকে আমূল পরিবর্তন করার। শপথ নেন এক শ্রেণিহীন শোষণমুক্ত সমাজ গড়ার। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘন্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম আর ৮ ঘণ্টা আনন্দের দাবিতে শ্রমিকদের আন্দোলনে গুলি চালায় পুলিশ। রক্তে ভেসে যায় মাটি। পরে ফাঁসিতে ঝোলানো হয় শ্রমিকদের। শহিদ হন। এলবার্ট পারসনস অ্যাডলফ ফিসার, অগাস্ট স্পাইজ, লুসি পারসনস প্রমুখ। ১৮৮৯এ দ্বিতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক সিদ্ধান্ত নেয় ১৮৯০ থেকে ১ মে শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *