আধার থাকলেই ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে মিলবে দ্বিগুণ ‘সুবিধা’!
ত্রিপুরা, ১৫ নভেম্বর : আগে নিয়ম ছিল মাসে আই আর সি টি সি’র ব্যক্তিগত অ্যাপ থেকে সর্বোচ্চ ১২টি টিকিট কাটা যেত। নতুন নিয়মে এখন ২৪টি পর্যন্ত টিকিট কাটা যাচ্ছে আই আর সি টি সি অ্যাপে। আই আর সি টি সি অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা থাকলেই এবার মাসে ১২টির বদলে ২৪টি টিকিট কাটা যাবে।
পুরানো অ্যাকাউন্টধারীরা অনায়াসে অ্যাপে ‘আধার কেওয়াইসি’-তে ক্লিক করে আধার লিঙ্ক করা যাবে।
একটি অ্যাকাউন্টে একাধিক যাত্রীর আধার সংযোগ করে রাখা যেতে পারে। যাদের আধার নম্বর সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে, তাদের একজনের নাম টিকিটে অবশ্যই থাকতে হবে। এদিকে অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে টিকি..