আধার, ভোটারেও এবার কেওয়াইসি ! !
ত্রিপুরা, ১৭ ডিসেম্বর : ব্যাঙ্কের মতো এবার পরিচয় পত্রেও কেওয়াইসি। আধার, ভোটার কার্ড, প্যান, ড্রাইভিং লাইসেন্সে নানারকম তথ্যের বিভ্রান্তি কাটাতে এই উদ্যোগ নিল কেন্দ্রের মোদি সরকার। আর তার সঙ্গে নতুন করে মাথাব্যথার কারণ তৈরি হল আম জনতার জন্য। ব্যাঙ্কের অ্যাকাউন্ট সচল রাখতে ব্যক্তিগত তথ্য দফায় দফায় জমা করতে এখনই নাজেহাল হতে হয় মানুষকে।
এবার পরিচয়পত্রের জন্যও তাদের ওই পথেই হাঁটতে হবে।
না হলে আটকে যাবে বহু কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। শুরুটা হয়ে গিয়েছে আধার কার্ডের মাধ্যমে। গত সপ্তাহেই সংশোধনী আনা হয়েছে আধার (এনরোলমেন্ট অ্যান্ড আপডেট) রেগুলেশনের বিধি-নিয়মে। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, আধার কার্ডে থাকা তথ্যের প্রামাণ্য নথি জমা করতে হবে প্রতি ১০ বছর অন্তর। এই নির্দেশিকা আবশ্যিক বলে চাপিয়ে না দিলেও দেশের নাগরিকদের সাফ বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রতি ১০ বছরে একবার কেওয়াইসি জমা করাটা তাঁদের স্বার্থেই প্রয়োজন। পাশাপাশি ঠিকানা বা ফোন নম্বর বদল হলে তা সঙ্গে সঙ্গে আপডেট করার ‘পরামর্শ’ও দিয়ে রেখেছে কেন্দ্র। আর এই একই নিয়ম এবার..