আনুষ্ঠানিক যাত্রার প্রস্তুতিতে ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সিটিউট
ত্রিপুরা, ২৩ নভেম্বর : প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পথ চলতে শুরু করবে ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট। সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটের সহযোগিতায় এই প্রতিষ্ঠানের পথ চলার প্রস্তুতি চূড়ান্ত।
সেদিন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্ৰী তথা সাংসদদের হাত ধরে রাজ্যের এই ফিল্ম ইনস্টিটিউটের উদ্বোধন হবে।
আগরতলা নজরুল কলাক্ষেত্রে কাজের অগ্রগতি খতিয়ে দেখে একথা জানান তথ্যসংস্কৃতি দপ্তরের মন্ত্রি সুশান্ত চৌধুরী।রাজ্যের ছাত্র-ছাত্রী যারা চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতে চায় তাদের সুবিধার্থে এবং কর্মসংস্থানের প্রশ্নে রাজ্যের বর্তমান সরকার আগরতলায় গড়ে তুলেছে ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট। দেশের খ্যাতনামা ফিল্ম ইনস্টিটিউট সত্যজিৎ রায় ফিল্ম..