আমজাদনগরে হেরোইন সহ আটক নেশা কারবারি
ত্রিপুরা, ২৭ অক্টোবর : দক্ষিণের জেলা সদর বিলোনীয়ায় নেশাখোর আর নেশা কারবারিদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এলাকার জনগণ নিজেদের উদ্যোগে বেশ কিছু নেশাখোরকে বারে বারে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাতেও নেশা কারবারি বা নেশাখোরদের উৎপাত কমছে না।
তাতে আরক্ষা প্রশাসন বেশ উদ্বিগ্ন।
বিলোনীয়ার সচেতন মহলের দাবি ছিল আরক্ষা প্রশাসন যদি সঠিক ভাবে নেশাখোর ও নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযান জারি রাখেন তাহলে বর্তমানে নেশায় আসক্ত যুবসমাজ ধ্বংসের পথ থেকে রক্ষা করা সম্ভব হবে। বিলোনীয়াবাসীর দাবি মেনে পুলিশ প্রশাসন বিভিন্ন এলাকায় তাদের নিজস্ব সোর্স লাগিয়ে নেশাখোর বা নেশা কারবারিদের ধরার জন্য জাল বিস্তার করেছে। মঙ্গলবার রাতে পুলিশের বিছানো জালে পড়ে এক নেশা কারবারি। সোর্সের দেয়া তথ্য অনুযায়ী বিলোনীয়া থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় থানা এলাকার..