আমবাসায় নিখোঁজ তিন নাবালিকা ছাত্রী
ত্রিপুরা , ২৫ সেপ্টেম্বর : আমবাসায় নিখোঁজ তিন নাবালিকা স্কুল ছাত্রী। দুইদিন শেষ হলেও নিখোঁজ নাবালিকার কোন হদিশ নেই। স্কুলে গিয়ে একসঙ্গে তিন নাবালিকা নিখোঁজের ঘটনাটি নিয়ে সঠিক কোনো সদুত্তর ও পাওয়া যাচ্ছেনা বলে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনা শুক্রবার উত্তর লালছড়ি এলাকায়। প্রতিদিনের মতো এদিন উত্তর লালছড়ি বিদ্যালয়ে যায় তিন নাবালিকা। তারা উত্তর লালছড়ি হাই স্কুলে নবম শ্রেণীতে পড়ুয়া। বিদ্যালয়ের ছুটির সময় শেষ হলেও এই তিন নাবালিকা স্কুল থেকে আর বাড়ি ফিরে আসেনি। বিকেলে পরিবারের লোকজন বিদ্যালয়ে গিয়ে খোঁজাখুঁজি করলে জানতে পার তারা বিদ্যালয়ে আসেনি। বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা জানায় তাদেরকে সকালে স্কুলের মাঠে দেখতে পায়। কিন্তু তারপর আর দেখা যায়নি এ তিন নাবালিকা ছাত্রীকে।
বহু খোঁজাখুঁজির পর আমবাসা থানার দ্বারস্থ হয় পরিবারের লোকজন।
পুলিশ আজ এলাকায় গিয়ে ঘটনার তদন্তে নেমেছে। তিন নাবালিকার পরিবারের লোকজন জানায় গতকাল থেকে নিখোঁজ তিন নাবালিকা। পুলিশের কাছে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন। চারিদিকে যখন শিশু অপহরণের ঘটনা ছড়িয়ে পড়ছে এ মহূর্তে তিন নাবালিকা নিখোঁজ সকলকে চিন্তিত করে তোলে। ইতিমধ্যে রাজ্যে এ ধরনের অপহরণের ঘটনা না ঘটলেও বিভিন্ন ধরনের গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অপহরণকারী সন্দেহে আক্রান্ত হতে হয়েছে অনেককে। পুলিশ পরিবারের লোকজনদের আশ্বস্ত করলেও শনিবার রাত পর্যন্ত তিন নাবালিকা উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যায়নি।