আমরণ অনশন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তা অবরোধ চাকুরচ্যুত শিক্ষকদের
ত্রিপুরা, ২৩ ডিসেম্বর : ১০৩২৩ চাকুরীচ্যুত শিক্ষকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না দেওয়ায় বৃহস্পতিবার লোকনাথ আশ্রমের সামনে পথ অবরোধে শামিল হন চাকুরীচ্যুত শিক্ষকরা৷ বিধানসভার নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে৷ ১০৩২৩ চাকুরীচ্যুত শিক্ষকদের সমস্যা সমাধানের কোন পথ এখনো বের হয়নি৷ চাকুরীর দাবিতে তারা আন্দোলনে বহাল রয়েছেন৷ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে সরকারের কাছ থেকে কোন ধরনের প্রতিশ্রুতি আদায় করতে না পারলে তাদের জীবন জীবিকা আরও দুর্বিসহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে৷ সে কারণেই চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে লোকনাথ আশ্রম সংলগ্ণ এলাকায় পুলিশ তাদের বাধা দেয়৷৷ অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া যাবে না বলে পুলিশ জানিয়ে দেয়৷ এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের তীব্র বাক বিতন্ডা হয়৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ায় আন্দোলনকারীরা লোকনাথ আশ্রমের সামনে মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন৷ ফলে ওই রাস্তা দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ খবর পেয়ে পুলিশের পদস্থ আধিকারিকরা সেখানে ছুটে যান৷ অবরোধকারীদের পরামর্শ দেওয়া হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটি লিখিত আবেদনপত্র পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য৷ পুলিশের তরফে এসে আবেদনপত্র মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে এবং সে অনুযায়ী মুখ্যমন্ত্রীর সময় দিলে তাদেরকে দেখা করার অনুমতি দেওয়া হবে৷