Feature Newsfleshত্রিপুরারাজনীতি

আমার সরকার ওয়েব পোর্টাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ত্রিপুরা, ১৫ ডিসেম্বর : রাজ্য সরকারের প্রশাসনিক অধিকর্তারা সবাই কাজ করেন, তার মধ্যেও হঠাৎ হঠাৎ কাজের মধ্যে খামতি আসে। কিন্তু সব কাজ শেষ করতে হবে। সময় কম। রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা যাতে সব অংশে পৌঁছে যায় তার দিকে নজর রাখতে হবে। বুধবার প্রজ্ঞা ভবনে আমার সরকার শীর্ষক ওয়েব পোর্টালের ওপর আয়োজিত কর্মশালায় এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিকধরনের আকর্ষক স্লোগান থাকলেও সাহা।

গত ১৭ নভেম্বর, রাজ্য সরকারের তরফ থেকে উদ্বোধন হয় আমার সরকার ওয়েব পোর্টালের।

সাধারণ নাগরিক জীবনে সরকারের প্রদত্ত সমস্ত সুযোগ সুবিধা সঠিক ভাবে পৌঁছাচ্ছে কিনা, এবং এক্ষেত্রে যদি কোনো খামতি থেকে থাকে তবে সাধারণ জনগণের কাছ থেকে থেকে অসুবিধাজনক পরিস্থিতি ও সমস্যা জেনে সেগুলো কিভাবে বিভিন্ন স্তরের মাধ্যমে সমাধান করা যাবে সেই রাস্তা তৈরি করা যায় সেই জন্যই তৈরি হয়েছে এই ওয়েব পোর্টাল। এদিন এই ওয়েব পোর্টালে সরকারের মাধ্যমে কিভাবে কাজ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *