আমেরিকার উপর চাপ বাড়িয়ে স্নোডেনকে নাগরিকত্ব দিল রাশিয়া
ত্রিপুরা , ২৮ সেপ্টেম্বর : আমেরিকার উপর চাপ বৃদ্ধি করে এডওয়ার্ড স্নোডেনকে নাগরিকত্ব দিল রাশিয়া। সোমবার একটি ডিক্রি জারি করে প্রাক্তন মার্কিন গোয়েন্দা কন্ট্রাক্টর স্নোডেনকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৩ সালে মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির গোপন তথ্য ফাঁস করে বিপদে পড়েছিলেন এডওয়ার্ড স্নোডেন । তাঁর লিক করা একাধিক নথিতে প্রকাশ্যে আসে যে শুধু বিদেশ নয়, খোদ মার্কিন নাগরিকদের উপরও নজরদারি চালাচ্ছিল আমেরিকার ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’।
এই ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়।
সংস্থাটির সঙ্গে কাজ করার সময় ওই সমস্ত গোপন নথি হস্তগত করেন তিনি স্নোডেনের এহেন কীর্তিতে চরম অস্বস্তিতে পড়তে হয় আমেরিকার গোয়েন্দা বিভাগকে। দেশজুড়ে নজরদারির বিরুদ্ধে ও ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার প্রতিবাদে আওয়াজ তোলেন মার্কিন নাগরিকদের একাংশ। এনএসএ-র গোপন তথ্য ফাঁস করায় মার্কিন সরকারের চোখে স্নোডেন আসামী হয়ে যান। তারপর ২০১৩ থেকেই তিনি রাশিয়ায় আত্মগোপন করে রয়েছেন। আমেরিকা একাধিক বার স্নোডেনকে ফেরানোর কথা বললেও এতদিন রাশিয়া কোনও উদ্যোগ নেয়নি।