আয়াদের কাছে কমিশন দাবি করল মহিলা মোর্চা
ত্রিপুরা, ২০ অক্টোবর : আজব দেশের আজব কথা। অবশেষে কি না আয়াদের পারিশ্রমিকে ভাগ বসানোর হুলিয়া জারি। এমনই অভিযোগে সোচ্চার হলেন আয়ারা। অভিযোগের তীর মহিলা মোর্চার কতিপয় নেত্রীদের দিকে। আর সেই অভিযোগকে ঘিরে রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয় বুধবার রাজধানীর হাপানীয়ায়। ত্রিপুরা মেডিক্যাল কলেজের আয়াদের অভিযোগ, তাদের কাজের নিশ্চিয়তার বিনিময়ে মাথাপিছু নাকি ৫০০ টাকা করে কমিশন মানি চাওয়া হয়েছে মহিলা মোর্চার নেত্রীদের পক্ষ থেকে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে।
ত্রিপুরা মেডিক্যাল কলেজে কর্মরত স্পেশাল আয়াদের অভিযোগ এমনই। আর এদিন এই ভয়ঙ্কর অভিযোগ ঘিরে হাসপাতাল চত্বর রূপ নেয় রণক্ষেত্রের। আয়াদের অভিযোগ, মহিলা মোর্চার কতিপয় নামধারী নেত্রীরা নাকি আয়াদের রীতিমত হুলিয়া জারী করে দিয়েছে একটি নির্দিষ্ট অঙ্কের মাত্রায় কমিশন দেওয়ার জন্য। এমনকি এই কমিশন আবশ্যিক করে দেওয়া হয়েছে প্রত্যেক আয়াকে। দিতে হবে প্রতি মাসে। অভিযোগ, বিনিময় অর্থ না মেটাতে পারলে হাতের কাজটুকু চলে যাবে বলেও নাকি তাদের হুমকি দেওয়া হয়েছে। আর এই হুলিয়া চাউর হতেই আগুনে ঘৃতাহুতি পড়ে। এক লহমায় প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে কর্মরত আয়াদের মধ্যে। এই জঘন্য লোভের প্রতিবাদে সোচ্চার হন তারা। প্রায় নাম ধরে..