আরও জটিল হলো রাজনৈতিক পরিস্থিতি
ত্রিপুরা, ৫ নভেম্বর : ২০১৮ নির্বাচনের আগে যে আইপিএফটি দেখেছিলো রাজ্যবাসী, ২৩’র নির্বাচনের আগে কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তারা। বলা যায়, দলের প্রায় সিংহভাগ নেতা কর্মীরাই মথায় সামিল হয়ে গেছেন।
হাতেগোনা কয়েকজনকে কোনোরকমে বেচেবর্তে রয়েছেন দলের প্রবীণ নেতা তথা মন্ত্রী এনসি দেববর্মা।
কিন্তু এহেন অবস্থায় আগামী নির্বাচনে আইপিএফটি দলের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে দলের অভ্যন্তরেই যদিও সিন্ধুচন্দ্র জমাতিয়া এবং প্রশান্ত দেববর্মার মতো বিধায়করা এখনো এনসি দেববর্মাতেই আস্থা রেখে চলেছেন। সেই সাথে শুক্লাচরণ নোয়াতিয়া, বিধান দেববর্মা এবং বিকাশ দেববর্মাদের মতো বেশ কিছু কেন্দ্রীয় কমিটির..