আরবিআই চালু করছে ই-টাকা
ত্রিপুরা, ৮ অক্টোবর : রিজার্ভ ব্যাংক পাইলট প্রকল্প বা সূচনা প্রকল্প হিসাবে সীমিতভাবে চালু করতে চলেছে ই-রুপি বা ই-টাকা। শুক্রবার রিজার্ভ ব্যাংক (আরবিআই) প্রকাশিত কনসেপ্ট নোট অন সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি)-তে একথা জানানো হয়েছে।
তাতে বলা হয়েছে,ভারতে ডিজিটাল কারেন্সি চালু করতে পরীক্ষামূলকভাবে সীমিত ক্ষেত্রে ই-কারেন্সি চালু করা হচ্ছে।
তা চালু করার পর পর্যায়ক্রমে বিভিন্ন ক্ষেত্রে তার ব্যবহারের পরিসর বাড়ানো হবে। সিবিডিসি-তে ডিজিটাল কারেন্সির প্রযুক্তিগত ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ব্যাংক পরিষেবায় ডিজিটাল কারেন্সির ব্যবহার আরও বাড়ানোর কথা ভাবা হয়েছে।