Feature NewsfleshNewsভারত

আর বি আই’র শাস্তির মুখে একসঙ্গে ৯ ব্যাংক

ত্রিপুরা, ১৭ নভেম্বর : দেশের ব্যাংকিং নিয়ন্ত্রক রিজার্ভ ব্যাংক একসঙ্গে ৯টি ব্যাংককে কয়েক লক্ষ টাকার জরিমানা করেছে। এর মধ্যে রয়েছে ৬টি কো-অপারেটিভ ব্যাংক ও ৩টি সমবায় ব্যাংক। এই ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যাংকিং বিধি ভঙ্গের অভিযোগ রয়েছে। ফলস্বরূপ, আর বি আই ৯টি ব্যাংককে প্রায় ১২ লক্ষ টাকা জরিমানা করেছে।

আর বি আই জানিয়েছে যে, ব্যাংকিং বিধি লঙ্ঘনের জন্য এই ব্যাংকগুলিকে জরিমানা বাবদ মোট ১১.৬০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে ওড়িশার বেরহামপুর কো-অপারেটিভ আরবান ব্যাংককে ৩.১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মহারাষ্ট্রের ওসমানাবাদ জনতা সহকারী ব্যাংককে ২.৫ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। মহিসাগর, গুজরাট সান্তরাম আরবান কো-অপারেটিভ ব্যাংক -কে ২ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। আর বি আই থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আরবিআই জেলা সমবায় কেন্দ্রীয় ব্যাংক, মধ্যপ্রদেশের বালাঘাট, ঝাড়খণ্ডের জামশেদপুর আরবান কো-অপারেটিভ ব্যাংক, রেণুকা নাগরিক সহকারী ব্যাংক, ছত্তিশগড়ের অম্বিকাপুর প্রত্যেককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে। এছাড়াও, কৃষ্ণা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক, মধ্যপ্রদেশের ভোপাল এবং ওড়িশার কেন্দ্রপাড়া আরবান কো-অপারেটিভ প্রত্যেককে ৫০, ০০০ টাকা জরিমানা করা হয়েছে। এবং নওয়ানগর কো-অপারেটিভ ব্যাংক, গুজরাটের জামনগর ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আর বি আইয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়ন্ত্রক সম্মতির ঘাটতির ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাংক ক্রমাগত দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলির কার্যক্রমের উপর নজরদারি করে। কোনো ব্যাংক নিয়ম না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি রিজার্ভ ব্যাংক বহু সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *