আসছেন মোদি, শাহ, প্রিয়াঙ্কারা ডিসেম্বরে ভিভিআইপিদের ঢল রাজ্যে
ত্রিপুরা, ২৯ নভেম্বর : উৎসব মরশুম শেষ হলো। এবার ভোট পার্বন। প্রস্তুতি নিচ্ছে শাসক, বিরোধীরা। শাসক দল হর ঘর বিজেপি কর্মসূচি শুরু করেছে। চলছে বুথ ভিত্তিক জনসংযোগ কর্মসূচি। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠক করছে শাসক দলের নেতারা। বর্তমানে রাজ্যে অবস্থান করছেন বিজেপির প্রভারি সাংসদ মহেশ শর্মা।
শাসক দল যখন ব্যাস্ত সংগঠন নিয়ে তখন প্রধান বিরোধী দল সিপিএম পুরোদমে মাঠে নেমে পড়েছে।
ঘরোয়া সভা, উঠোন সভা নিয়ে ব্যাস্ত সিপিএম। সংগঠন ও প্রশাসনকে কাজে লাগিয়ে বাজার গরম করতে মাঠে নেমেছে শাসক শিবির। সোমবার ১৪৮০ জনের নিয়োগপত্র ছাড়া হয়। তবে কংগ্রেস ত্রিপুরা বাঁচাও কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। ডিসেম্বর থেকেই যে ভোট প্রচার জমে উঠবে তা বলাই বাহুল্য, গুজরাট ভোট শেষ হলেই আসছেন প্রধানমন্ত্রী। যদিও দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ডিসেম্বরের মাঝামাঝি ফের..