Feature NewsfleshNewsভারত

আসন্ন বাজেটেই মধ্যবিত্তের মুখে হাসি ! আয়করে বড়সড় ছাড় দিতে পারে কেন্দ্র

ত্রিপুরা, ১৪ ডিসেম্বর : মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধির মারে জর্জরিত দেশ। বাজারে কমছে পণ্যের চাহিদা। ফলে কমছে উৎপাদন পরিমাণ। এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়েই আসন্ন বাজেট অধিবেশনে ব্যক্তিগত আয়ে কর কাঠামোয় বড়সড় ছাড়ের ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। গত দু’বছর আয়কর ছাড়ের ঊর্ধসীমায় কোনও বদল করা হয়নি। ট্যাক্স স্ল্যাব বা করের হারে বদল করা হলেও সেভাবে স্বস্তি পায়নি মধ্যবিত্ত। তবে এবার কেন্দ্র সেটাই করতে চলেছে বলে সূত্রের খবর। ২০২০-২১ সালের বাজেটে কেন্দ্র যে করব্যবস্থা চালু করেছিল সেই ব্যবস্থা অনুযায়ী, আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয় পুরোপুরি করমুক্ত।

আড়াই থেকে ৫ লক্ষ টাকা পর‍্যন্ত রোজগারে কর দিতে হয় ৫ শতাংশ।

৫ লক্ষ টাকা থেকে সাড়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর (জদ্রত্বদ্রপত্র থৈঅ) দিতে হয় ১০ শতাংশ। সাড়ে সাত লক্ষ থেকে ১০ লক্ষ রোজগারে কর দিতে হয় ১৫ শতাংশ। ১০ থেকে সাড়ে ১২ লক্ষে ২০ শতাংশ, ১২.৫ থেকে ১৫ লক্ষে ২৫ শতাংশ এবং ১৫ লক্ষের উপরে ৩০ শতাংশ হারে কর দিতে হত। যদিও আয়কর আইনের ৮০ সি এবং ৮০ বি ধারা ব্যবহার করলে আয়করে ভাল হারে ছাড় পাওয়া যায়। সঠিকভাবে বিনিয়োগ করলে প্রায় ৫ লক্ষ টাকা পর‍্যন্ত রোজগার পুরোপুরি করমুক্ত হয়ে যায়। তবে এই করছাড় পেতে বিভিন্নভাবে বিনিয়োগ করতে হত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *