ইউক্রেনে পারমাণবিক হামলার জল্পনা উড়িয়ে দিলেন পুতিন
ত্রিপুরা, ২৯ অক্টোবর : চলমান সংঘাতের মাঝে ইউক্রেনে পারমাণবিক হামলার জল্পনা উড়িয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার, ক্রেমলিন থেকে পুতিন সাফ জানিয়েছেন, ‘আমার মনে হয় না তার দরকার আছে। রাজনৈতিক বা সামরিক, কোনও দিক থেকেই ইউক্রেনে পরমাণু হামলা চালানোর প্রয়োজন নেই।’ বেশ কিছুদিন ধরে ইউক্রেনে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে রাশিয়া।
চিন্তা বাড়িয়ে কয়েকদিন আগেই নিজেদের আণবিক অস্ত্রের মহড়াও চালিয়েছে রুশ সেনারা।
তারপরেই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনে পারমাণবিক বোমা হামলা চালাবে রাশিয়া। সেই প্রস্তুতি তারা নিচ্ছে। কিন্তু, সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন পুতিন। এপ্রসঙ্গে পুতিন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ ইউরোপের একাধিক দেশ রাশিয়ার সম্পর্কে ঘৃণা ছড়াতে চাইছে। সেই জন্যই আন্তর্জাতিক মহলে এই গুজব ছড়িয়ে পড়ছে যে, ইউক্রেনের পরমাণু হামলা চালাতে চলেছে রাশিয়া। তিনি বলেন, ভয়ংকর নোংরা একটা খেলা খেলছে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমি দেশগুলি। তাদের নিজেদের মতামত অন্যদের উপরে চাপিয়ে দিতে চাইছে। গোটা দুনিয়ার..