ইউক্রেনে যুদ্ধ সমাপ্ত করতে চায় রাশিয়া, এটি কূটনৈতিক সমাধানের সঙ্গে জড়িত : পুতিন
ত্রিপুরা, ২৩ ডিসেম্বর : ইউক্রেনে যুদ্ধ সমাপ্তির ইচ্ছেপ্রকাশ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেনের যুদ্ধের অবসান চায় রাশিয়া এবং তবে তাঁর জন্য অনিবার্যভাবে দরকার একটি কূটনৈতিক সমাধান। পুতিন শুক্রবার বলেন, ‘‘যুদ্ধের তীব্রতা বাড়ানো আমাদের লক্ষ্য নয়। আমরা চাই যুদ্ধের অবসান ঘটাতে। আমরা এই যুদ্ধ শেষ করার জন্য যত দ্রুত সক্রিয় হব, ততই ভাল।’’ ইউক্রেন যুদ্ধের জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি দুষেছেন ভ্লাদিমির পুতিনকে। ইউ এস কংগ্রেসে জ়েলেনস্কির বক্তৃতার আগে হোয়াইট হাউসে মুখোমুখি হয়েছিলেন দুই নেতা। সেখানে বাইডেন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার সমর্থন থাকবে ইউক্রেনের সঙ্গেই। এই পরিস্থিতিতে এবার পুতিন জানালেন, ইউক্রেনে যুদ্ধ সমাপ্ত করতে চায় রাশিয়া।