Feature NewsfleshNewsবিশ্ব

ইউক্রেন নয়, জাপান আক্রমণ করতে চেয়েছিলেন পুতিন! ফাঁস গোপন তথ্য

ত্রিপুরা, ৩০ নভেম্বর : ইউক্রেন নয় জাপান আক্রমণ করতে চেয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! সম্প্রতি এক রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, এই দাবি নাকি করেছেন। খোদ রুশ গণোয়েন্দা সংস্থা এফএসবি’র এক আধিকারিক।

“দ্য ইউরেশিয়ান টাইমস’-এর এক প্রতিবেদনে রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘ফেডাবেল সিকিউরিটি সার্ভিস’-এর (এফএসবি) এক আধিকারিকের কথা বলা হয়েছে।

নিজের পরিচয় গোপন রাখলেও ‘উইন্ড অফ চেঞ্জ’ ছদ্মনামে এফএসবি-র বহু গোপন নথি ফাঁস করে দিয়েছেন তিনি। গত মার্চ মাসে রুশ মানবাধিকার কর্মী ভ্লাদিমির ও সেচনিকে একটি চিঠি লেখেন ওই এজেন্ট। সেখানে দাবি করা হয়েছে, শুরুতে জাপান আক্রমণ করতে চেয়েছিলেন পুতিন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদল করে ইউক্রেনে হানা দেয় রুশ বাহিনী। বলে রাখা ভাল, পুতিন প্রশাসনের বিরুদ্ধে সরব হওয়ায় এসেচকিনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। তাই দুর্নীতি বিরোধী ওয়েবসাইট..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *