Feature NewsNewsবিশ্বরাজনীতি

ইউরোপে অতিরিক্ত গ্যাস সরবরাহের প্রস্তাব পুতিনের

ত্রিপুরা, ১৪ অক্টোবর : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (১২ অক্টোবর) জানান, রাশিয়া শরৎ-শীতকালীন সময়ে ইউরোপীয় ইউনিয়নে অতিরিক্ত পরিমাণে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে প্রস্তুত। নর্ড স্ট্রিম দুই পাইপলাইনের দুইটি শাখার মধ্যে একটি অক্ষত রয়েছে। রাশিয়া এর মাধ্যমে ইউরোপে গ্যাস পাঠাতে ইচ্ছুক। মস্কোতে ”রাশিয়ান শক্তি সপ্তাহ” আন্তর্জাতিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিন এ ঘোষণা দেন। তিনি জানান, রাশিয়া প্রতি বছর ২৭ দশমিক ৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস প্রদান করে যা ইউরোপের সমস্ত গ্যাস আমদানির প্রায় আট শতাংশ।

রাশিয়া এই ধরনের ডেলিভারি শুরু করতে প্রস্তুত। এখন ইউরোপীয় ইউনিয়নের ওপর বাকিটা নির্ভর করে বলে জানান তিনি।

তিনি আরও জানান, রাশিয়া নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে হারিয়ে যাওয়া ভলিউমগুলোকে কালো সাগর অঞ্চলে স্থানান্তর করতে পারে। যদি অবশ্যই অংশীদাররা আগ্রহী থাকে তাহলে তুর্কির মাধ্যমে ইউরোপে মূল সরবরাহ রুট তৈরি করা যেতে পারে। পুতিন ফোরামে অস্থিতিশীল জ্বালানির দাম এবং সরবরাহ ও চাহিদার ভারসাম্যহীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি নর্ড স্ট্রিম এক এবং দুই গ্যাস পাইপলাইনের নাশকতাকে ”আন্তর্জাতিক সন্ত্রাসবাদের একটি কাজ” বলে অভিহিত করেন। তিনি জানান, এই নাশকতার সঙ্গে জড়িতরা রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক সম্পূর্ণভাবে ভেঙে দিতে চেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *