ইকফাইয়ে শুরু হলো চাকরি ভিত্তিক ৪টি নুতন কোর্স
ত্রিপুরা , ২৮ সেপ্টেম্বর : ২০২২-২৩ শিক্ষ্যাবর্ষ থেকে ইকফাই বিশ্ববিদ্যালয় ত্রিপুরায় শুরু হচ্ছে ৪টি নুতন কোর্স । বর্তমান সময়ে এই কোর্সগুলির প্রচুর চাহিদা রয়েছে।
এই কোর্সগুলি হল ইন্টিগ্রেটেড বিএ-বিএড-স্পেশাল এড বিকম-বিএড-স্পেশাল এড ইন্টিগ্রেটেড বিএসসি – বিএড-স্পেশাল এড এবং জিএনএম নার্সিং ইত্যাদি।
উক্ত বিশ্ববিদ্যালয় বর্তমানে শিক্ষা, বিশেষ শিক্ষা, শারীর শিক্ষা, যোগ, বিজ্ঞান ও প্রযুক্তি, বেসিক সাইন্স, ম্যানেজমেন্ট বাণিজ্য, আইন, এলায়িড হেলথ সাইন্স গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, ক্লিনিক্যাল সাইকোলজি, নার্সিং ইত্যাদি বিভিন্ন বিভাগে মোট ৫৭ টি প্রোগ্রাম অফার করছে। ইকফাই বিশ্ববিদ্যালয় ত্রিপুরা পর্যাপ্ত আধুনিক পরিকাঠামো যুক্ত ক্যাম্পাসে গুণমান সম্পন্ন বিভিন্ন কোর্স প্রদান করছে যার কারণে এই বিশ্ববিদ্যালয়টি ইতিমধ্যেই সাফল্যের শীর্ষে উঠতে পেরেছে। উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য, ত্রিপুরা, ভারতের অন্যান্য রাজ্য, প্রতিবেশী বাংলাদেশ এবং সুদূর আফ্রিকা- সোমালিয়া থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা…