ইসরোর বড় সাফল্য, ৩৬ টি উপগ্রহ বহনকারী এলএমভি-৩ রকেট যাত্রা
ত্রিপুরা, ২৪ অক্টোবর : ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো শনিবার মধ্যরাতে ১২:০৭ মিনিটে মহাকাশের ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করে। ইসরো ইতিহাস সৃষ্টি করে বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণের বাজারে প্রবেশ করেছে। ভারতীয় মহাকাশ সংস্থার সবচেয়ে ভারী রকেট ৪৩.৫ মিটার দীর্ঘ এলএমভি-৩ (লঞ্চ ভেহিকেল মার্ক-৩) ব্রিটিশ স্টার্টআপের ৩৬টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে উড়ল। লঞ্চটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে করা হয়েছে।
এই এলএমভি-৩, ৮ হাজার কেজি পর্যন্ত স্যাটেলাইট বহন করতে সক্ষম।
ইসরোর চেয়ারম্যান এস. উৎক্ষেপণে আনন্দ প্রকাশ করে সোমনাথ বলেন, পৃথিবীতে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রকেটের অভাব রয়েছে। এমন পরিস্থিতিতে, ভারত এলএমভি-৩ রকেট দিয়ে বৈশ্বিক বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণের বাজারে এই ব্যবধান পূরণ করতে পারে। ওয়ানওয়েব হল একটি বেসরকারী স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি। ভারতীয় কোম্পানি..