উজ্জয়ন্ত প্রাসাদ ঘিরে স্মার্ট সিটির কাজ
ত্রিপুরা, ২৪ নভেম্বর : উজ্জয়ন্ত প্রাসাদের চারদিকে উন্নয়নের কাজে হাত দিয়েছে স্মার্ট সিটি মিশন। এদিকটি আধিকারিক এবং স্থানীয় কর্পোরেটর হিমানী দেববর্মাকে সাথে নিয়ে বুধবার সরেজমিনে পর্যবেক্ষণ করতে গেলেন আগরতলা পুর নিগমের কমিশনার তথা স্মার্ট সিটি মিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডঃ শৈলেশ কুমার যাদব।
তিনি এদিন জানান যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় একটি প্রজেক্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে যা আগরতলা স্মার্ট সিটি মিশনের অধীনে হচ্ছে।
এই প্রজেক্টের অধীনে উজ্জয়ন্ত প্রাসাদের চারদিক উন্নত করা হবে । এতে অনেকগুলি দিক রয়েছে। উজ্জয়ন্ত প্রাসাদের পেছনের দিকের আস্তাবলের পুরানো বিল্ডিং গুলির সংস্কার করা হবে। ল্যান্ড রেকর্ডের পুরনো বিল্ডিং এর দিকে একটি ফুড কোর্ট করা হবে। আর পর্যটকদের জন্য টাউন হলের পেছনের জায়গাটিতে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হবে।