Feature NewsfleshNewsবিশ্ব

উত্তর কোরিয়াকে নিশ্চিদ্র সুরক্ষা দিচ্ছে রাশিয়া-চিন

ত্রিপুরা, ৭ নভেম্বর : পিয়ংইয়ং পর পর কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের পর চীন-রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়াকে ‘নিশ্চিদ্র সুরক্ষা’ দেওয়ার অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন অভিযোগ তোলা হয়। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড শুক্রবার দেশগুলোর সরাসরি নাম উল্লেখ না করে নিরাপত্তা পরিষদের একটি জরুরি অধিবেশনে বলেন, ‘উত্তর কোরিয়া এই কাউন্সিলের দুই সদস্যের কাছ থেকে নিশ্চিদ্র সুরক্ষা উপভোগ করেছে।

থমাস-গ্রিনফিল্ড বলেন, এই সদস্যরা ডিপিআরকে (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া) এর লাগাতার আন্তর্জাতিক রীতি লঙ্ঘনকে ন্যায্যতা দিতে গিয়ে পেছনে সরে গেছে।

আর, ফলস্বরূপ, তারা ডিপিআরকেকে সক্রিয় করেছে এবং এই কাউন্সিলকে তামাশায় পরিণত করেছে। উত্তর কোরিয়া বুধবার থেকে ৩০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এর মধ্যে কয়েকটি উৎক্ষেপণের জন্য দক্ষিণ কোরিয়া ও জাপানে বিমান হামলার সতর্কতা জারি করতে হয় এবং দেশ দু’টিতে জরুরি আশ্রয়ের..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *