উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে পণ্য লোডিং
ত্রিপুরা, ১৩ নভেম্বর : পণ্য লোডিঙের ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমাগতভাবে অগ্রগতি লাভ করছে ও ২০২২-এর অক্টোবর মাসে ০.৯৩৫ মিলিয়ন টন (এমটি) লোড করেছে। বিগত বর্ষের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ৭.২ শতাংশ বেশি। এই অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্তউত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ৬.৮২৩ মিলিয়ন টন লোড করেছে। বিগত বর্ষের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ১৯.৮ শতাংশ বেশি।
অক্টোবর, ২০২২-এ কয়লা লোডিঙের বৃদ্ধি ঘটেছে ৮০০ শতাংশ এবং অন্যান্য আরও কিছু পণ্য সামগ্রীর লোডিং বিগত বর্ষের একই সময়ের তুলনায় একটি ভালো ব্যবধানে বৃদ্ধি ঘটেছে।
এই মাসে সার ১১.১ শতাংশ, ডলোমাইট ৪.৩ শতাংশ এবং অন্যান্য সামগ্রীর লোডিঙে ১৬.৩ শতাংশ বৃদ্ধি ঘটেছে। বর্তমান আর্থিক বর্ষের এপ্রিল থেকে অক্টোবর, ২০২২ পর্যন্তবিগত বর্ষের একই সময়ের তুলনায় কয়লা লোডিং ১০৫৪.৫ শতাংশ, ডোলোমাইট লোডিং ১২.৭ শতাংশ বেশি হয়েছে। সার লোডিং ১৪ শতাংশ, পিওএল লোডিং ৮.৭ শতাংশ, কনটেনার লোডিং ৮.৬ শতাংশ ও অন্যান্য সামগ্রীর লোডিং ২৯ শতাংশ বৃদ্ধি ঘটেছে। সামগ্রিকভাবে এই বৃদ্ধির শতাংশ ১৯.৮। পণ্য লোডিঙের ক্ষমতা বৃদ্ধি করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সম্ভাব্য সমস্ত উপায় অনুসন্ধান করছে। বর্ধিত রক্ষণাবেক্ষণের প্রচেষ্টা ও সর্বস্তরে ধারাবাহিক পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে টার্মিনাল পরিচালনার সুবিধা উন্নত হয়েছে এবং চলাচলেও উন্নতিসাধন ঘটেছে, যার ফলে লোডিং বৃদ্ধি পাচ্ছে।