Feature NewsfleshNewsভারত

এইমসে হ্যাকাররা দু’শ কোটি টাকা দাবি করল

ত্রিপুরা, ৩০ নভেম্বর : দিল্লি এইমস হাসপাতালে হ্যাক কাণ্ডে নয়া মোড়। হ্যাকাররা ২০০ কোটি টাকা দাবি করেছে বলে সূত্রের খবর। প্রায় তিন-চার কোটি রোগীর তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই দিল্লির এইমস হাসপাতালের বহির্বিভাগে সার্ভার ডাউন হয়ে যায় রানসম ওয়্যার অ্যাটাকের জন্য। উল্লেখ্য, হ্যাকিং-এর এই বিষয়টি প্রথম বোঝা যায় গত বুধবার।

বুধবার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল।

তারপর থেকে ছয় দিন অতিক্রান্ত, এখনও হয়নি সমাধান। এদিকে ওই রানসম ওয়্যার অ্যাটাকের পর থেকে রোগী পরিষেবা সচল রাখতে যাবতীয় তথ্য কাগজে কলমে লিখে রাখা হচ্ছে। ইমার্জেন্সি ইউনিট, বহির্বিভাগ, হাসপাতালে ভর্তি থাকা রোগী, ল্যাবরেটরিরর যাবতীয় কাজকর্ম কাগজে লিখেই করতে হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম, দিল্লি পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রক একযোগে এই..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *