Feature Newsfleshভারতরাজনীতি

একবালপুরে গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা, ১০-১২ অক্টোবর পর‍্যন্ত ১৪৪ ধারা লাগু

ত্রিপুরা, ১১ অক্টোবর : এবার ১৪৪ ধারা জারি করা হল। একবালপুর থানা এলাকায়। রবিবার রাতে একবালপুরে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘর্ষ ছড়ায়। একবালপুর এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়াতেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গে রাফ-ও মোতায়েন করা হয় রাজ্য সরকারের তরফে। ফলে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার রাতের ঘটনার পর বিষয়টি নিয়ে টুইট করেন বিজেপি নেতা অমিত মালব্য।

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে কলকাতা ”সুরক্ষিত” নয় বলে মন্তব্য করেন অমিত মালব্য।

একবালপুরে বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে, এই হিংসার ঘটনায় রাজ্যপাল এল গণেশনের সঙ্গে দেখা করেছি বিজেপির প্রতিনিধি দল। জাতীয় তদন্তকারী সংস্থার দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *