Feature NewsfleshNewsভারত

একযোগে ৯টি উপগ্রহ মহাকাশে পাঠালো ইসরো

ত্রিপুরা, ২৮ নভেম্বর : নতুন ইতিহাস গড়ে একগুচ্ছ স্যাটেলাইট মহাকাশে পাঠাল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এদিন উৎক্ষেপিত উপগ্রহগুলোর মধ্যে রয়েছে ওসিয়ানস্যাট-থ্রিসহ মোট ৯টি কৃত্রিম উপগ্রহ। শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে এই উৎক্ষেপণ করা হয়। ঐতিহাসিক এই উৎক্ষেপণ মুহূর্তের সাক্ষী থাকেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ইসরোর তরফে জানানো হয়েছে যে, উৎক্ষেপণ সফল হয়েছে।

ওসিয়ানস্যাট-থ্রিসহ এই ৯টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় শক্তিশালী পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের মাধ্যমে। একইসঙ্গে পাঠানো হয় আরও ৮টি ন্যানো স্যাটেলাইট। এখন অরবিট-১-এ ওসিয়ান স্যাট-থ্রি বিচ্ছিন্ন হয়ে যাবে লঞ্চ ভেহিকাল পিএসএলভি-সি ৫৪ থেকে। ইসরো জানিয়েছে, আজ পাঠানো কৃত্রিম উপগ্রহগুলির মধ্যে যেমন রয়েছে রিমোট সেন্সিং স্যাটেলাইট, তেমনই রয়েছে আটটি ন্যানো স্যাটেলাইট। যাদের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়সহ আবহাওয়া সংক্রান্ত একাধিক তথ্য সঠিক পাওয়া যাবে বলে আশা ইসরোর। যার মধ্যে গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়ের গতিবিধিতে নজরদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *