এক্সপ্রেস ট্রেনের নয়া সময়সূচি ১লা, রাজ্যের দুই
ত্রিপুরা, ৩০ সেপ্টেম্বর : অক্টোবর মাসের প্রথম দিনে সারা দেশের যাত্রী ট্রেন চলাচলের সময়সূচি পরিবর্তন হয়ে থাকে। এবারও তার অন্যথা হয়নি। ১ অক্টোবর থেকে দেশের বেশকিছু যাত্রী ট্রেন নয়া সূচির ভিত্তিতে চলাচল শুরু করবে। এর মধ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেল এলাকার বহু ট্রেন রয়েছে। রয়েছে আগরতলায় চলাচলকারী দূরপাল্লার ও স্বল্প দূর পাল্লার দুইটি ট্রেন। পরবর্তী সময়ে চলাচলের জন্য নির্দিষ্ট ট্রেনের মধ্যে নিয়মিত এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি বিশেষ এক্সপ্রেস ট্রেনও রয়েছে। পরবর্তী সূচির ভিত্তিতে সীমান্ত ট্রেনের বহু ট্রেনের মতো আগরতলা – বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে চলাচলকারী হাম সফর এক্সপ্রেস ও আগরতলা – শিলচর এক্সপ্রেস ট্রেন রয়েছে। এই দুইটি ট্রেনের মধ্যে হাম সফর এক্সপ্রেস ট্রেন নয়া সময়সূচি অনুসারে আগরতলা থেকে সকাল ৫-৫৫ মিনিটের বদলে ৫-৩০ মিনিটে ছাড়বে। আগরতলা – শিলচর এক্সপ্রেস ছাড়বে সকাল ১১-১০ মিনিটের বদলে ১১টায়।
সেই হিসাবে দুটি ট্রেনের চলাচলের সময় কমবে ২৫ ও ১০ মিনিট করে।
অনুরূপভাবে সীমান্ত রেল এলাকায় চলাচলকারী বিভিন্ন দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের মোট চলাচলের সময়সীমা কমবে সর্বনিম্ন ১০ মিটি থেকে শুরু করে সর্বাধিক ১৫৫ মিনিট পর্যন্ত। সব মিলিয়ে মোট পঞ্চান্নটি এক্সপ্রেসের চলাচলের সময়সীমা কমবে বলে সীমান্ত রেলের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বলা হয়েছে নয়া সময়সূচি কার্যকর হবে ১ অক্টোবর থেকে।