এক ঘণ্টারও বেশি সময় পর ছাড়ল বন্দে ভারত, বিক্ষোভ যাত্রীদের
ত্রিপুরা, ৭ জানুয়ারি : শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টারও পর যাত্রা শুরু করল বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন ছাড়তে দেরি করায় ক্ষুব্ধ যাত্রীরা। স্টেশনেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। শুক্রবার বেলা ৩টে ৫ মিনিটে এনজেপি স্টেশন থেকে ট্রেনটির রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তা ছাড়ে ৪টে ১২ মিনিট নাগাদ। রেলের তরফে জানানো হয়েছে, ৪ থেকে ৬ জানুয়ারি নিউ জলপাইগুড়ি স্টেশন ও কারশেডের পরিকাঠামোর উন্নতির জন্য নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। সেই কারণে এই শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। একইরকম ভাবে তাই বন্দে ভারত ছাড়তেও দেরি হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, এই এক্সপ্রেসটি ছাড়তে যে দেরি হবে, তা নোটিস ও বিজ্ঞাপন দিয়ে আগেই জানানো হয়েছিল। তবে তারপরও ট্রেন ছাড়তে দেরি করায় ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনেই বিক্ষোভ দেখাতে থাকেন । এত টাকা দিয়ে টিকিট কাটার পরও কেন সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন না? এমন প্রশ্ন তুলেই রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা।