এক দেশ এক ভোটের জল্পনা
ত্রিপুরা, ৭ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আইডিয়া হল ওয়ান নেশন, ওয়ান ইলেকশন। অর্থাৎ প্রতি পাঁচ বছর অন্তর একসঙ্গে গোটা দেশের সব রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গে লোকসভা নির্বাচনও হয়ে যাবে। এমনকী পুরসভা ও পঞ্চায়েত ভোটও হতে পারে একই সময়। প্রধানমন্ত্রীর যুক্তি, প্রতি বছরই দেশের প্রতিটি রাজ্যে কিছু না কিছু নির্বাচন থাকার যে প্রথা বিগত ৭৫ বছর ধরে চলছে, তা শেষ হবে।
নির্বাচন কমিশন অথবা রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে শুধুমাত্র পাঁচ বছরে একবারই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হতে হবে।
রাজনৈতিক দলগুলিকেও তাই। প্রধানমন্ত্রীর এই প্রস্তাব নির্বাচন কমিশন গ্রহণ করেছে। চলতি বছরের মার্চেই কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই প্রস্তাব বাস্তবায়িত করতে তাদের কোনও আপত্তি নেই। রাজনৈতিক দলগুলি একমত হলে তারা এই প্রস্তাব কার্যকর করতে রাজি। রাজনৈতিক দলগুলির অভিমত জানার জন্য ইতিমধ্যেই একাধিকবার সর্বদল বৈঠকও হয়েছে। প্রতিটি দল জানিয়েছে, তাদের মতামত আলোচনার পর জানানো হবে। কিন্তু বিষয়টি নিয়ে বিশেষ অগ্রসর না হওয়ায় এবার ধীরে ধীরে পরীক্ষামূলকভাবে কমিশন বিভিন্ন নির্বাচন প্রক্রিয়া..