Feature NewsfleshNewsবিশ্ব

এক ধাক্কায় টুইটারের ৩৭০০ কর্মী ছাঁটাই মাস্কের

ত্রিপুরা, ৫ নভেম্বর : এক ধাক্কায় অন্তত ৩, ৭০০ জন টুইটার কর্মীকে কর্মচ্যুত করলেন বিশ্বের পয়লা নম্বর ধনকুবের এলন মাস্ক। ৪৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার মালিকানা হাতে নেওয়ার পর থেকেই সংস্থার শীর্ষ আধিকারিক থেকে কর্মীদের ব্যাপক হারে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন। তিনি।

টুইটার সূত্রে পাওয়া খবর অনুযায়ী ভারতেও এই সংস্থায় গণছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের জেরে অন্তত ৫০ শতাংশ কর্মীর কাজ চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতে টুইটারের বিপণন এবং যোগাযোগ দপ্তরের সমস্ত কর্মীকেই কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এমনকি বড় সংখ্যক ইঞ্জিনিয়াররাও কাজ হারিয়েছেন বলে খবর। সোশ্যাল মিডিয়া জগতে বহুল ব্যবহৃত টুইটারের মালিকানা হাতে পাওয়ার পড় থেকেই এই সংস্থার সংগঠন আমূল পরিবর্তনের পরিকল্পনা নিয়েছেন মাস্ক। তারই অংশ হিসাবেই এই সংস্থার কর্মীদের গণহারে ছাঁটাই করা হচ্ছে বলে টুইটার সূত্রে খবর। শুক্রবার রাতে কাজ থেকে ছাঁটাইয়ের চিঠি মেইল মারফত হাতে পাওয়ার পর বেশ কয়েকজন কর্মী এই পদক্ষেপের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ হতাশা জানিয়েছেন। তবে, গভীর রাত পর্যন্ত মোট কতজন কর্মীর কাজ চলে গেল তার সংখ্যা জানা যায়নি। তবে, টুইটার সূত্রে খবর এলন মাস্কের এই পদক্ষেপে অন্তত ৩ হাজার কর্মীর কাজ চলে যাচ্ছে। মালিকানা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *