Feature Newsঅন্যান্যএই মুহূর্তেভারত

এক লাফে দেশে বেকারত্ব বেড়ে ৯.৬৬ শতাংশে !

ত্রিপুরা, ১১ অক্টোবর : চড়া মূল্যবৃদ্ধির আবহে কাজের বাজার নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। উপদেষ্টা সংস্থা সিএমআইই-র পরিসংখ্যান অনুযায়ী, রবিবার (৭ আগস্ট) শেষ হওয়া সপ্তাহে দেশে বেকারত্ব এক লাফে পৌঁছেছে ৯.৬৬ শতাংশে। তার আগের সপ্তাহে তা ছিল ৬.৭৩ শতাংশ। শুধু গ্রামেই ওই হার ৫.৯৭ শতাংশ থেকে বেড়ে পৌঁছেছে ১০ শতাংশের কাছে (৯.৮৮ শতাংশ)।

শহরেও বেকারত্ব ৯ শতাংশের উপরে।

৩১ জুলাই শেষ হওয়া সপ্তাহে এই হার ছিল ৮.৩১ শতাংশ। বিশেষজ্ঞদের একাংশের দাবি, সুদ বৃদ্ধির জেরে শিল্পের মূলধন জোগাড় করার খরচ বেড়েছে। নতুন প্রকল্পে লগ্নি আটকে যাওয়ার পাশাপাশি বহু পুরনো প্রকল্পের সম্প্রসারণও ধাক্কা খেয়েছে বাড়তি আর্থিক বোঝায়। তার উপরে রয়েছে কাঁচামালের..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *