এডিসিতে চাঁদাবাজি
ত্রিপুরা, ১৪ নভেম্বর : আগরতলা এডিসি এলাকায় নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। মূলত এডিসিতে কর্তব্যরত সরকারি কর্মচারীদের বাছাই করে মোটা অংকের চাঁদা ধার্য্য করা হচ্ছে। কোন বৈরী সংগঠন নয়, এডিসিতে ক্ষমতাসীন তিপ্ৰা মথার নাম করে চলছে এই চাঁদাবাজি। না হলে আসছে বিভিন্ন ধরনের হুমকি। ফলে এডিসি এলাকায় কর্তব্যরত শিক্ষক কর্মচারীরা আবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
একটা সময় ছিল যখন এন এল এফ টি এবং এ টি টি এফ বৈরী সংগঠনের চাঁদার নোটিশ ঘিরে এডিসি এলাকার সাধারণ মানুষের রীতিমতো নাভিশ্বাস উঠতো।
এখন বৈরী ততরতা নেই বললেই চলে। সিংহভাগ বৈরী সদস্যই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তারপরও এডিসি এলাকায় চাঁদাবাজির অবসান হয়নি। উল্টো এখন নতুন করে চাঁদার নামে তোল্লাবাজি শুরু হয়েছে। এডিসির প্রায় প্রতিটি সাব জোনাল এলাকাতেই এখন মথার নাম করে কিছু উগ্র যুবক এডিসির কর্মচারীদের বাছাই করে মোটা অংকের তোল্লা দিতে বাধ্য করছে। এমনও দেখা গেছে, সাধারন একজন কর্মচারী মাসে য়ে টাকা। বেতন পায় তার পুরোটাই তোল্লা হিসাবে দিতে হয়। তাদের হুলিয়া অনুয়ায়ী তোল্লা না দিলেই বিপদ। ফলে এডিসির কর্মচারীদের একটা বড় অংশ আবারও চরম..