এডিসি এলাকায় পানীয় জলের তীব্র সঙ্কট
ত্রিপুরা, ৯ নভেম্বর : রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি আইপিএফটি জোট। জেলা পরিষদ প্রশাসনে ক্ষমতায় রয়েছে জনজাতি দরদী তিপ্রামথা। এর পূর্বে প্রায় ২৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম দল। গণমুক্তি পরিষদেরকে মাথায় রেখে দীর্ঘ বছর জেলা পরিষদ প্রশাসন পরিচালনা করেছিল সিপিএম দল।
লাল সাদা গেরুয়া সব আমলেই জনজাতি এলাকার মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করার নামে কাড়ি কাড়ি অর্থ বের করা হচ্ছে।
সেই সুবাদ কুমারঘাট ব্লকের ডিএম কলোনি বা লংতরাই পাহাড়ের বিভিন্ন এডিসি ভিলেজের গিরিবাসীদের পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য দেদার অর্থ খরচ করা হলে ও পানীয় জলের সমস্যা আর মিটানো সম্ভব হচ্ছে না। ডিএম কলোনি পাহাড়ে বসবাসকারী জবা রিয়াং থেকে শুরু করে অজিত দেববর্মারা সবাই এক বাক্যে এই সমস্ত অভিযোগ তুলেছেন। পাহাড়বাসীরা বরাবরই বঞ্চিত বলে জানায় গিরিবাসীরা। কোন আমলেই তাদের দুঃখ দুর্দশার নিরসন হচ্ছে না। নির্বাচন এলেই..