এবার ওষুধের দাম বাড়ছে ২০ শতাংশ !
ত্রিপুরা, ১৭ ডিসেম্বর : অগ্নিমূল্য বাজারের ধাক্কা এবার ওষুধেও। বাড়তে চলেছে দাম। সেটাও অন্তত ২০ শতাংশ। সরকারের মূল্য নিয়ন্ত্রণ বিধির বাইরে থাকা ওষুধগুলির দাম এই পর্যায়ে বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান ড্রাগস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
জীবনদায়ী ওষুধের মতো যে কয়েকটি মেডিসিন সরকারের মূল্য নিয়ন্ত্রণ বিধির মধ্যে রয়েছে, তাদের সংখ্যা বেশি নয়।
বাকি সিংহভাগই ফার্মাসির পরিভাষায় নন- শিডিউলড ড্রাগ । চলতি বছর সেই ওষুধগুলির দাম ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ বৃদ্ধি করতে চেয়ে কেন্দ্রীয় সরকার ও নীতি আয়োগকে চিঠি লিখেছে প্রস্তুতকারী সংগঠনটি। তাদের দাবি, যত দ্রুত সম্ভব এব্যাপারে..