এবার বাইক কিনে উড়ুন আকাশে
ত্রিপুরা, ১৮ অক্টোবর : ঘণ্টার পর ঘণ্টা এবার বাইকে আটকে থাকার দিন শেষ। এবার আপনার অপেক্ষায় গোটা আকাশ। সাধারণের আকাশ ছোঁওয়া স্বপ্নই সত্যি হতে চলেছে এবার। তবে ফ্লাইং বাইকের জন্য পকেটের জোর অনেকটাই থাকতে হবে। ফ্লাইং বাইক ফেলে দিল শোরগোল! লক্ষাধিক টাকা খরচ করে স্বপ্নের দু’টাকা কিনেছেন হয়তো। তবে বাস্তবের মাটিতে সেই বাইকের চাকা যখন গড়াতে শুরু করে, তখন সিগন্যাল ও ট্র্যাফিক জ্যামের মতো ভাল না লাগার বাম্পারেই আপনাকে ঠিক আটকাতে হবে। তবে ভবিষ্যতে এমন দিন আর দেখতে হবে না। বাইক এবার উড়বে। ঠিকই পড়েছেন আপনি।
হলিউডের কোনও সাই-ফাই সিনেমার চিত্রনাট্য নয়।
একেবারে ঘোর বাস্তব। উড়ুক্কু বাইক – এক্সভুরিসমো লিমিটেড এডিশন তৈরি করে ফেলেছে জাপানি স্টার্ট-আপ সংস্থা এয়ারউইনস টেকনলোজিস। ঠিক যেন স্টার ওয়ার্স ছবির “স্পিডার বাইক”। ৩০০ কেজি ওজনের এই বাইক প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার..