এমবিবি বিশ্ববিদ্যালয়ের এগজিট পোল কমিশনের দ্বারস্থ বিরোধী নেতৃবৃন্দ
ত্রিপুরা, ২৮ ফেব্রুয়ারী : ভোট গণনার আগ মুহূর্তে ইভিএম মেশিনে সংরক্ষিত গণদেবতাদের রায় নিশ্চিত রাখতে বাম কংগ্রেস নেতৃত্বরা সোমবার সাক্ষাৎ করলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এর সাথে। সোমবার বিকেলে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহা। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানান ক্ষমতা। হারানোর ভয়ে মরিয়া হয়ে উঠেছে শাসকগোষ্ঠী। সমস্ত ধরনের ষড়যন্ত্রের ছক করছেন তারা। নির্বাচন কমিশনের কাছে এসব ষড়যন্ত্রের কথা তুলে ধরেছে প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের দেওয়া আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি। মানুষের মতামত ইভিএমএ সংরক্ষিত আছে। শাসকগোষ্ঠীর সমস্ত ধরনের ফন্দি ভেস্তে যাবে। গণতন্ত্রের জয় নিশ্চিত। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন শাসক দল পরাজয়ের আতঙ্কে ভোটগ্রহণের আগে থেকেই এবং ভোট গ্রহণের পরেও নানান ধরণের চক্রান্ত করছে। টাকার বিনিময়ে বিভ্রান্তিকর এগজিট গোল করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বুথ ফেরত সমীক্ষা নিয়ে সরব হন জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আর এস এস এর ট্রেনিংপ্রাপ্ত ভাইস চ্যান্সেলরকে দিয়ে বিজেপির পক্ষে বুথ ফেরত সমীক্ষা করানো হয়েছে বলেই তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানান। নির্বাচন..