ঐতিহ্যবাহী ব্ৰহ্মকুণ্ড মেলায় নজরকাড়া লোক সমাগম
ত্রিপুরা, ১১ নভেম্বর : রাস পূর্ণিমা উপলক্ষে ঐতিহ্যবাহী ব্ৰহ্মকুণ্ড মেলা প্রাঙ্গণে জাতি-উপজাতিদের মিলনস্থল গড়ে উঠেছে। তিনদিনব্যাপী রাজধানী উত্তরে সিমনা বিধানসভা কেন্দ্রের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ব্রহ্মকুণ্ড মেলার বুধবার শেষ দিন জাতি-উপজাতি লোক সমাগম চোখে পড়ার মতো।
সোমবার বিকালে ব্রহ্মকুণ্ড মেলার উদ্বোধনের পর অর্থাৎ প্রথম দিন লোকের সমাগম তেমন হয়নি বলে অনেকে জানায়।
মঙ্গলবার দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর দুইটা আড়াইটা পর্যন্ত লোকের ভিড় না। হলেও সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জাতি-উপজাতি লোকের ভিড় ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার..