ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের চেষ্টায় নতুন বিল কেন্দ্রের
ত্রিপুরা , ২৪ সেপ্টেম্বর : হোয়াটসঅ্যাপ, সিগনাল, টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপকেও নিয়ন্ত্রণ করতে চাইছে মোদি সরকার। বুধবার রাতে যে খসড়া টেলিকমিউনিকেশন বিল, 2022 পেশ করা হয়েছে তাতে সরকারের যে প্রস্তাব তার মোদ্দা কথা এটিই।
বিশ্লেষকদের মত, যোগাযোগের পরিচিত মাধ্যমগুলিকে সরকার ইতোমধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
এবার নিয়ন্ত্রণের বাইরে থাকা ওটিটি-কে নতুন আইনে করায়ত্ত করতে চাইছে সরকার। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো অ্যাপে সমস্ত ব্যক্তিগত মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। অর্থাৎ দু’জনের মধ্যে যে বার্তাই আদানপ্রদান হোক, হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপও তা জানতে পারে না। কিন্তু এবার দুইজনের কথোপকথন পড়তে চাইছে কেন্দ্র। নতুন আইনে সেই ব্যবস্থাই করতে চাইছে কেন্দ্র। শুধু টেক্সট মেসেজ না, ওটিটি’র ভয়েস এবং ভিডিও কলও খতিয়ে দেখতে চাইছে কেন্দ্র। যে খসড়া বিল সরকার পেশ করেছে, তাতে ইন্ডিয়ান টেলিগ্রাফ আইন ১৮৮৫, ইন্ডিয়ান ওয়ারলেস টেলিগ্রাফি আইন ১৯৩৩ এবং দ্য টেলিগ্রাম ওয়ারস (আন-লফুল প্রোটেকশন) আইন ১৯৫০-এই তিনটি আইনকে যুক্ত করে দেওয়া হবে। এর ফলে যে মূল পরিবর্তনগুলি হবে, তার অন্যতম হলো ওভার দ্য টপ বা ওটিটি-কে টেলিকমিউনিকেশন পরিষেবার অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। দীর্ঘদিন ধরে টেলিকম সার্ভিস প্রোভাইডাররা দাবি করে আসছিল ওটিটি প্লেয়ার্সদেরও এর আওতায় আনার জন্য। ২০ অক্টোবর পর্যন্ত সরকার খসড়া বিলের ওপরে জনগণের মতামত চেয়েছে।