কংগ্রেসের ২০ দফা ঘোষণাপত্র
ত্রিপুরা, ৬ ফেব্রুয়ারী : রবিবার সন্ধ্যায় কংগ্রেস দলের ২০ দফা ঘোষণা পত্র প্রকাশ করেছে। এই ঘোষণা পত্রে মানুষের ভাবনাকে মাথায় রাখা হয়েছে বলেই সাংবাদিক সম্মেলনে জানান প্রদেশ নেতৃত্ব সুদীপ রায় বর্মন। ২০ দফা ঘোষণা পত্রে কংগ্রেস রাজ্যের সব স্তরের মানুষের প্রতি বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়গুলি তোলে ধরেছে। এই প্রতিশ্রুতির মুখ্য বিষয়গুলিতে বলা হয়েছে রাজ্যের আইন- শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে, মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে সরকারি হাসপাতালে গরীবদের জন্য ফ্রি পরিষেবা চালু করা হবে। দ্রুত সুপার স্পেশালিটি পরিষেবা সম্প্রসারণ করা হবে। বিদ্যুৎ চুরি এবং ট্রান্সমিশন লস বন্ধ করে রাজ্যবাসীকে ১৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে। গরীব অংশের মানুষদের মধ্যে বিপিএল পরিবারের কন্যা সন্তানের বিবাহের জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা..