Feature NewsNewsভারতরাজনীতি

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

ত্রিপুরা, ২০ অক্টোবর : কংগ্রেস সভাপতি নির্বাচনের ফল ঘোষণার পরে একসঙ্গে মিলে কাজ করার কথা শোনা গেল দুই পদপ্রার্থীর মুখেই। বিপুল ভোটে জয় পেয়ে দ্বিতীয় দলিত ব্যক্তি হিসাবে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। কিন্তু গোটা প্রক্রিয়ার শেষে হাসিমুখে দুই প্রতিদ্বন্দ্বী জানিয়েদিলেন, ফ্যাসিবাদী শক্তির মোকাবিলা করতে একসঙ্গেই কাজ করবেন তাঁরা। হেরে গেলেও খাড়গেকে শুভেচ্ছা জানাতে ভোলেননি শশী থারুর।

সেই সঙ্গে জানিয়েছেন, গান্ধী পরিবারের সদস্যদের উপরে তাঁর বিশ্বাস আছে।

জয়ের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেছেন, “ভারতে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে। এই সময়ে জাতীয় পর‍্যায়ে গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করেছে কংগ্রেস।” নির্বাচনে প্রতিপক্ষ থারুরের উদ্দেশ্যে তিনি বলেছেন, “দলকে এগিয়ে নিয়ে যেতে দু’জনকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। সেই বিষয়ে ইতিমধ্যেই আলোচনা করেছি আমরা। ভারতের গণতন্ত্রের উপরে আঘাত করছে ফ্যাসিবাদী শক্তিগুলি। তাকে থামাতে এখন আমাদের একসঙ্গে লড়াই করতে হবে।” কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রথম থেকেই পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন শশী থারুর। এমনকি ফলাফল ঘোষণার দিনও নির্বাচনে বেনিয়মের অভিযোগ এনেছিলেন তিনি। কিন্তু ফলাফল বেরনোর পরে খাড়াগেকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, “কংগ্রেসের সভাপতি হওয়া খুবই গর্বের। খাড়গেজিকে আমার অনেক..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *