Feature Newsfleshবিশ্বভারত

কক্সবাজারে ভারত-বাংলাদেশসহ ২৮ দেশের ৪৩ যুদ্ধজাহাজের মহড়া

ত্রিপুরা, ৯ ডিসেম্বর : বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানী পয়েন্টে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ সম্মেলন। এতে যোগ দিচ্ছে ভারত ও বাংলাদেশসহ ২৮ দেশের ৪৩টি যুদ্ধ জাহাজ এবং দুটি বিএন এমপিএ ও চারটি বিএন হেলিকপ্টার। ৭ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নৌশক্তি প্রদর্শনের মহড়া উদ্বোধন করবেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী প্রথমবারের মতো কক্সবাজার সমুদ্র সৈকতে এ আন্তর্জাতিক নৌশক্তি মহড়ার আয়োজন করেছে।

এতে যোগ দিয়ে শেখ হাসিনা সমুদ্র সৈকতে নবনির্মিত নেভি জেটিরও উদ্বোধন করবেন। ভারত ও বাংলাদেশ ছাড়াও মহড়ায় অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন, মিশর, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, ওমান, ফিলিস্তিন, সুদান, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, তুর্কি ও সংযুক্ত আরব আমিরাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *