কম সময়েই ফের মোটা অঙ্কের জরিমানার মুখে গুগল
ত্রিপুরা, ২৭ অক্টোবর : এক সপ্তাহও কাটেনি। ফের বড়সড় জরিমানার মুখে পড়ল গুগল। কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার তরফে ফের প্লে স্টোর নীতিতে ক্ষমতার অপব্যবহারের জন্য ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা করা হল। এর আগে গত সপ্তাহেই ১, ৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা করা হয়েছিল গুগলকে একই অভিযোগের ভিত্তিতে। এই নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পরপর দুইবার বিপুল অঙ্ক জরিমানার মুখে পড়ল গুগল।
এই নিয়ে মোট ২২৭৪ কোটি টাকার জরিমানা করা হল গুগল সংস্থাকে।
সিসিআই-র তরফে গুগলকে এই ধরনের অনায্য বাণিজ্যিক অনুশীলন থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। গুগলের একচেটিয়া রাজত্ব ও প্রতিযোগী সংস্থাগুলিকে বাজারে টিকতে না দেওয়ার অভিযোগের ভিত্তিতেই গুগল সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। গত সপ্তাহে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার তরফে গুগলকে ১৩৩৭ কোটি ৭৬ লক্ষ টাকার জরিমানা করা হয়। সেই সময় অভিযোগ করা হয়েছিল, প্রভাবশালী সংস্থা হওয়ায় অনলাইনে সার্চ ও অ্যান্ড্রয়েড প্লে স্টোরে নিজেদের বিভিন্ন অ্যাপ্লিকেশন, যেমন গুগল..