Feature Newsfleshকরোনাভারত

করোনাকালে পশ্চিমবঙ্গ থেকে নিখোঁজ ১ লাখ মহিলা এখনও বেহদিস ৫৬ হাজার

ত্রিপুরা, ৩১ ডিসেম্বর : অতিমারীকালে পশ্চিমবঙ্গ থেকে ১ লাখ নারী নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ৪৪ হাজার জনের খোঁজ মিললেও এখন ৫৬ হাজারের কোনও হদিশ নেই সরকারের কাছে। সংসদীয় কমিটির তোলা এক প্রশ্নের প্রেক্ষিতে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিগত বছরগুলিতে নাবালিকাদের পাচার রুখতে তৎপরতা দেখিছে সরকার। তবে এরই মাঝে লক্ষাধিক প্রাপ্তবয়স্ক মহিলা নিখোঁজ হয়েছেন বাংলা থেকে। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য বলছে, 2020 এবং ২০২১ সালে রাজ্য থেকে ১,০২, ৫৯৭ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ৪, ৯০৫ জনের বিষয়ে তথ্য পাওয়া গেলেও বাকি প্রায় ৫৬ হাজার মহিলার কোনও হদিশই নেই সরকারের কাছে।সরকারি তথ্য বলছে, ২০১৯ সালে বাংলা থেকে ৫৪,৪৪৮ মহিলা নিখোঁজ হয়েছিলেন। ২০২০ সালে সেই সংখ্যাটা ছিল ৫১,৫৯৯। এদিকে ২০১৯ সালে নিখোঁজ হয়ে যাওয়া নারীদের মধ্যে থেকেও ২৩,০৪৮ জনের খোঁজ মেলেনি। ২০২০ সালে সেই সংখ্যাটা ২২,৬৯৪। ২০২১ সালে নিখোঁজ হন বাংলার ৫০,৯৯৮ জন মহিলা। তাদের মধ্যে খোঁজ মিলেছে ২১,৪৯৭ জনের। এদিকে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ থেকেও অতিমারীর সময় লক্ষাধিক মহিলা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে মহারাষ্ট্র থেকে নিখোঁজ হওয়া ৭৭ হাজার জনের। এদিকে গোটা দেশে ২০২০ এবং ২০২১ সালে যথাক্রমে ৩,২০,৯৯৩ এবং ৩,৪৮,১৬৮ জন মহিলা নিখোঁজ হয়েছেন। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা বলেন, “বিগত বছরের তুলনায় মহিলা নিখোঁজ হওয়ার ঘটনা কিঞ্চিত কমেছে। তবে তার সঙ্গে নিখোঁজ মহিলাদের খুঁজে বের করার ক্ষেত্রেও পতন দেখা গিয়েছ। এটা চিন্তার বিষয়।” এদিকে কেন্দ্রের হিসেবের কাথায় খোঁজ না মেলা ৫৬ শতাংশ মহিলার পরিসংখ্যান নিয়ে আপত্তি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের এক কর্তার। তার কথায়, অনেক..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *