করোনা মোদির জরুরি বৈঠকে সতর্কতার বার্তা
ত্রিপুরা, ২৩ মার্চ : দেশের কয়েকটি জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। সেই পরিস্থিতির মূল্যায়নের জন্য উচ্চ-স্তরের বৈঠকের সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে স্বাস্থ্য পরিকাঠামো, প্রস্তুতি, টিকাদানের অভিযানের অবস্থা, কোভিডের নতুন প্রকার-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় । স্বাস্থ্য সচিবের ব্যাখ্যা বৈঠকে স্বাস্থ্যসচিব ভারত ও বিশ্বের কোভিড পরিস্থিতি তুলে ধরেন। প্রধানমন্ত্রীকে বলা হয়, ২২ মার্চ শেষ হওয়া সপ্তাহে প্রতিদিন গড়ে ৮৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেক্ষেত্রে পজিটিভিটি ০.৯৮ শতাংশ। অন্যদিকে এই সময়ে বিশ্বে দৈনিক গড় ১.০৮ লক্ষ। এছাড়াও প্রধানমন্ত্রীকে দেশের ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি সম্পর্কেও জানানো হয়। আগেকার বৈঠকের পর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার ব্যাখ্যা এদিনের বৈঠকে বিস্তৃতভাবে দেওয়া হয়েছিল। ১২ টি অন্য ওষুধ-সহ এর মোকাবিলায় বিভিন্ন ওষুধের বাজারে কতটা পাওয়া যাচ্ছে এবং তার দামও পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও ২৭ ডিসেম্বর দেশের ২২ হাজার হাসপাতালে যে মক ড্রিল করা হয়েছিল, তাও জানানো হয় প্রধানমন্ত্রীকে। তারপরেও এ ব্যাপারে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয় প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর নির্দেশ প্রধানমন্ত্রী স্বাস্থ্যকর্তা ও বিশেষজ্ঞদের কাছে জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও নতুন ভ্যারিয়েন্ট যদি থাকে, তার ট্র্যাকিংয়েরও নির্দেশ দিয়েছেন। এছাড়াও রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবাইকেই হাসপাতালে মাস্ক পরা-সহ কোভিডের আচরণবিধি পালনের জন্য জোর দিয়েছেন। এছাড়াও প্রবীণ নাগরিক এবং অসুস্থরা যাতে ভিড় এড়িয়ে চলেন এবং গেলেও যাতে তারা মাস্ক পরেন, সেজন্যও পরামর্শ দিয়েছেন। মহামারী শেষ হয়নি প্রধানমন্ত্রী বলেছেন, মহামারী এখনও শেষ হয়ে যায়নি। নিয়মিত ভিত্তিতে..