Feature NewsfleshNewsত্রিপুরা

কর আদায়ের বহর ২৫ শতাংশ বেড়েছে : যীষ্ণু

ত্রিপুরা, ১৮ নভেম্বর : অর্থনীতির মেরুদণ্ড হলেন ব্যবসায়ী ও করদাতারা। তাদের ব্যবসা ভালো হলে মুনাফা যেমন বাড়ে তেমনি নতুন নতুন বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানেরও সৃষ্টি হয়। করদাতাদের প্রদেয় কর রাজ্যের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। করদাতারা হলেন রাজ্যের সার্বিক উন্নয়নের সহযোগী।

উপমুখ্যমন্ত্রী তথা অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যীষ্ণু দেববর্মণ বুধবার প্রজ্ঞা ভবনের তিন নং প্রেক্ষাগৃহে প্রতি ঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যের সেরা করদাতাদের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন।

অনুষ্ঠানে ৩০ জন করদাতাকে সংবর্ধনা জানানো হয়। অর্থ দপ্তরের ট্যাক্সেস অর্গানাইজেশন এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। করদাতাদের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ উপস্থিত করদাতা সহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, করদাতাগণ পরোক্ষে সরকারকে সহায়তা করে থাকেন। আমরা চাই বন্ধুত্বপূর্ণভাবে কর আদায় করতে। এরূপ নির্দেশ দপ্তরের..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *