কলকাতায় শীতের প্রভাব অব্যাহত, ঠান্ডায় কাঁপছে জেলাগুলি
ত্রিপুরা, ১৯ ডিসেম্বর : পৌষের শুরু থেকে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে রাজ্যে। শনিবারের তুলনায় রবিবার তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। কলকাতার সর্বনিমম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ডিসেম্বরের মাঝামাঝিতে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে রাজ্যে। শনিবার কলকাতায় ছিল মরশুমের শীতলতম দিন। তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে রবিবার তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা হলেও বেড়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। ও সর্বনিমম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। ছুটির দিনে জাঁকিয়ে শীতের আমেজে বেজায় খুশি শীতপ্রেমীরা। আর আগামী কয়েকদিন আরও পারদ পতন হবে বলেও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। একাধিক জেলায় ১০ ডিগ্রির আশপাশে রয়েছে তাপমাত্রা। ২২ ডিসেম্বর পর্যন্ত শীতের এই প্রভাব চলবে বলে জানানো হয়েছে।